সিরাজদিখানে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের মতবিনিময় সভা। লিয়ন হাসান

লিয়ন হাসান : আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী শেখ মো. জাকির হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় ইউনিয়নের কাঠালতলী গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমাদের ইউনিয়নটি এখনো উন্নয়নের ছোঁয়া পাইনি। যদি উন্নয়নের ছোঁয়া পেত তাহলে আমাদের অনুষ্ঠানের সামনে ৩নং ওয়ার্ডে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি প্রায় ৩ বছর ধরে খানাখন্দ হয়ে পড়ে আছে। এই রাস্তাটি ইউনিয়নের একমাত্র প্রধান সড়ক। এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না। একটি চেয়ারম্যান বারবার নির্বাচিত হওয়ার কারণে ইউনিয়নে তেমন কোনো কাজ হয়নি। সে জন্য আসন্ন নির্বাচনে আমরা জাকির হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তিনি জয়লাভ করলে এই ইউনিয়নের উন্নয়নের ছোঁয়া লাগবে বলে আমরা আশাবাদী। আওলাদ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওমীলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য আলহাজ্ব শেখ মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রের ছাত্রলীগের সাবেক সদস্য ফরহাদ উদ্দীন বেপারী, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ আরফান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কাঞ্চন আলী গোড়াপী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল খায়ের বেপারী, বীর মুক্তিযোদ্ধা মো.জমির উদ্দিন, নান্নু মাঝি। প্রধান বক্তা জেলা কৃষিলীগের ১ নং যুগ্ন আহ্বায়ক গোলাম মোস্তফা সেন্টু। আরো ছিলেন জেলা তরুণলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল হাওলাদার,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদ দেওয়ার মেনন প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী সহ বিভিন্ন ওয়ার্ডের শত শত নারী-পুরুষরা অনুষ্ঠানে যোগ দেন।