

মরক্কোর র’ক্ষণশীল এক পরিবারের সন্তান নোরা ফাতেহি। রক্ষণশীল পরিবারের সন্তান হওয়ার কারণে পরিবার থেকে নাচ শেখার অনুমতি পাননি নোরা। তবে নিজের চেষ্টা আর কঠোর পরিশ্রমের কারণে নাচে পারদর্শী হয়ে ওঠেন তিনি।
স্কুলজীবনে ঘরের দরজা বন্ধ করে ইউটিউব দেখে নাচ শিখতে শুরু করেন নোরা। সেই সময়ই নোরার হৃদয়ে জায়গা করে নিল ‘বলিউডি নাচ’। ঠিক করলেন, বলিউডই হবে তার গন্তব্য। কিন্তু বলিউডে এসেই যে এক বি’ব্রতক’র পরিস্থির মুখোমুখি হবেন নোরা তা কখনোই ভাবতে পারেননি নোরা।