
“ছোট_বোনের_বান্ধবী_যখন_বউ😋
“ঈশান_আহমেদ
“পর্বঃ৭
“দুপুর বেলা সারিকাকে খাইয়ে দিচ্ছি।আম্মু আর আনিকা খেয়ে একটু বাইরে গেছে।সারিকা খাচ্ছে আর কান্না করছে।
আমিঃএই তুমি কাঁদছো কেনো?😑
সারিকাঃজানো সোয়ামী আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে🥺।আমাকে ডিভোর্স দিয়ে দিবে।তুমি আমাকে ছেড়ে দিলে তো আমি মরেই যেতাম।আমি তো তোমাকে অনেক ভালোবাসি।☹️
আমিঃআমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না।হ্যাঁ আমি একজনকে ভালোবাসি কিন্তু তাকে পাবো কিনা তা তো আমার জানা নেই।তবে যাকে পেয়েছি তাকে নিয়েই সুখে থাকব।কারণ বিয়ে এমন একটা জিনিস যা ১০ বার না ১ বারই করতে হয়।😊
সারিকাঃতাইলে আমাকে একটা গুলুমুলু বেবি দাও🙈
আমিঃওহ্ আবার ফাজলামি শুরু করছে😒।ওইসব পরে দেখা যাবে🥱।
তারপর সারিকাকে খাইয়ে দিচ্ছি আর নিজে খাচ্ছি।
এভাবেই দিন কেটে গেল।এখন সারিকা আর আমার সম্পর্কটা অনেকটাই স্বাভাবিক হয়েছে।তবুও ও কে নিজের করে নিতে পারছি না।😔
আজকে আনিকার গায়ে হলুদ।সারিকা তো অনেক ব্যস্ত মানুষ কারো সাথে কথা বলার তার টাইম নাই😏
সারাবাড়িতে মেহমান ভরা।আমার বন্ধু-বান্ধবরা আসল।তারিনও এসেছে।সবাই বিয়ের সময় সারিকাকে দেখেছিল।শুধু তারিন বাদে কারণ তারিন বিয়েতে আসতে পারেনি।
আমি আর সারিকা ওদের কাছে গেলাম।তারিন দেখি সারিকাকে জড়িয়ে ধরেছে।হেসে হেসে কথা বলছে।আমি তো কিছুই বুঝছি না।সারিকাকে আম্মু ডাক দেওয়ায় ও চলে গেল।
আমিঃএই তারিন তুই সারিকাকে চিনলি কিভাবে?🤨
তারিনঃআরে সারিকাই তোর বউ😁
আমিঃহ্যাঁ🙄তো?
তারিনঃআরে এইতো সেই মেয়ে যাকে দেখে তুই প্রেমে পড়েছিলি😍।যার কারণে কোনো মেয়ের সাথে প্রেম তো দূরের কথা কথাই বলিস না😒
আমিঃকি সারিকাই সেই মেয়ে😍
তারিনঃহ্যাঁ😇
আমিঃআর আমি এতোদিন ও কে আমার থেকে দূরে দূরে রাখছি😔এখন কি করব😐আচ্ছা তোরা থাক আমি সারিকার সাথে কথা বলে আসছি😁
তারিনঃআচ্ছা যা 😏
আমি সারিকাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি কি জানি করছে।
আমিঃসারিকা তোমার সাথে আমার কথা আছে।😌
সারিকাঃআমার কথা বলার টাইম নাই অনেক কাজ🙄
আমিঃআরে গুরুত্বপূর্ণ কথা😐
সারিকাঃপরে বইলো সোয়ামী😋
বলে হাটা দিছে🙄।আমি তো ওরে আবার খুঁজে পারছি না সারাবাড়িতে এতো মানুষ।একটু পরে দেখি ডেকোরেশনের লোকের সাথে ঝগড়া করছে।😑
সারিকাঃওই বেটা তোরে বলতাছি না ওই ফুলটা ঐ দিকে লাগা😾।বুঝোস না ক্যান পিচ্চি পোলাপান😒তুই নিচে নেমে আয় আমি লাগাচ্ছি😏।
লোকটাকে টেনে নিচে নামায়😁।(আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি।)
সারিকা টুলের উপর উঠে দুলছে।😳ফুলটা লাগিয়ে পা পিছনে ধপাস করে টুল থেকে পড়ে🤣🤣আমিতো হাসতে হাসতে শেষ😁
সারিকাঃওমাগো কোমরটা গেলো রে🥺।ওই বজ্জাত বেটা তুই কেমন সোয়ামী বউ পড়ে যাচ্ছে দেখোও ধরিস না😾
আমিঃআমার কথা শোন নাই কেন😒তাই এমন হইছে🥱
সারিকাঃদাঁড়া তোকে মজা দেখাচ্ছি😾
বলে আমার পিছনে দৌড়ানো শুরু করে।আমি তো দৌড়াচ্ছি আর সারিকা আমাকে ধাওয়া করছে😑।আশেপাশের সব মানুষ আমাদের কান্ড দেখে হাসছে।🤭আমি দৌড়াতে দৌড়াতে রুমে চলে আসি।তাল সামলাতে না পেরে বিছানায় পড়ে যাই।সারিকা আমার উপরে পড়ে যায়।😇
আমি ওর দিকে এক নজরে তাকিয়ে আছি।🥰পড়ে যাওয়ার কারণে চুলগুলা ওর মুখের উপরে পড়ে আর আমি তা সরিয়ে দি😋।সারিকা উঠতে গেলে আমি ও কে একটান দিয়ে আমার বুকের সাথে মিশিয়ে নিয়😌।
সারিকাঃকি হলো তোমার সোয়ামী😳হঠাৎ এমন করছো কেনো🤭
আমিঃএতোদিন তো না জেনে দূরে সরিয়ে রাখছি।এখন তো সত্যটা জেনে গেছি😇
সারিকা আমার থেকে নিজেকে ছাড়িয়ে জোর করে উঠে বসে।আমিও উঠে বসি।
সারিকাঃকি সত্য জানছো🤔
আমি তারপর ও কে সবকিছু বলি😬।সারিকা হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ছে😒😒
আমিঃওই তুমি এতো হাসছো কেনো?😳
সারিকাঃআমি তো সবকিছু আগেই জানি।তুমি যে আমার কারণেই আমাকে দূরে সরিয়ে রাখছো😌।আনিকা আমাকে সব বলছে🥱।তোমাকে কষ্ট দেওয়ার জন্যই তো রাজের সাথে মিথ্যা প্রেমের নাটক করছি সোয়ামী😋।পোলাডা ভয়ে বিদেশ চইলা গেছে😑
আমিঃকিহ্ রাজ বিদেশে চলে গেছে আর সব নাটক ছিল।তুমি সবকিছু জেনেও আমাকে কষ্ট দিছো😤।আজকে তো তোমার খবর আছে।
এই বলে সারিকাকে বিছানার সাথে চেপে ধরি।😌সারিকা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না।😏
সারিকাঃশাশুমা তুমি এখানে😳
এইটা বলার সাথে সাথে আমি ও কে ছেড়ে দি।ও দৌড়ে দরজার কাছে যায়।আমার দিকে তাকিয়ে হাসছে😒।
আমিঃতোমাকে তো আমি…
বলার আগেই নিচে দৌড় দিছে।😐আমিও নিচে আসি।সন্ধ্যায় হলুদ।দুজনের হলুদ আমাদের বাড়ি থেকেই হবে।
সন্ধ্যা হয়ে গেছে।আমি রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছি।সারাদিনে সারিকা একবারও আমার সামনে আসনি।😒ভালো লাগছে না ও কে ছাড়া।☹️
রেহানরা চলে আসল।একটু পরে দেখি আনিকাকে নিয়ে আসছে।পাশে সারিকা।আমি তো সারিকাকে দেখে হা হয়ে তাকিয়ে আছি😳।হলুদ লেহেঙ্গা পড়েছে।💛যা সুন্দর লাগছে আমি তো চোখ ফিরাতে পারছি না।😉
একটু পরে বর-কনে কে হলুদ লাগানোর জন্য বসালো।সারিকা দেখি একটা সোফায় বসে বসে বান্ধবীদের সাথে কথা বলছে।একটা ছেলে দেখি ওর পাশে গিয়ে বসল।আমি সারিকার হাত টেনে আমার পাশে এনে দাঁড়া করালাম।
সারিকাঃএটা কি হলো সোয়ামী😬
আমিঃতোমার আশেপাশে এতো ছেলে ঘুরে কেনো আজব😤
সারিকাঃতা আমি কি জানি😏তুমিই তো ভার্সিটি বলতে নিষেধ করছো যে আমি বিবাহিত🥱।
আমিঃএর পরে যেইদিন ভার্সিটিতে যাবা বলে দিবে যে তোমার বিয়ে হয়ে গেছে😒
তারপরে সারিকা আর আমি গিয়ে হলুদ লাগালাম।সবার খাওয়া-দাওয়া করা শেষ।আমি এখন ফ্রেশ হয়ে রুমে বসে আছি।
আমিঃদূর সারিকা কেনো আসছে না😒ভালো লাগে না😬
একটু পরে সারিকা আসল।কাপড় চেঞ্জ করেই এসেছে।চুল আছড়াচ্ছে।আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম।😍আর ওর চুলে নাক গুজে চুলের ঘ্রাণ নিচ্ছি।🥰সারিকা কেঁপে কেঁপে উঠছে।😌
সারিকাঃআমার সোয়ামী এতো রোমান্টিক হলো কি করে🤭
আমিঃতোমার দয়াতে হয়ে গেছি।এতো সুন্দর কেনো তুমি😇
সারিকা আমার দিকে ফিরব।
সারিকাঃএতোদিন পরে চোখে পড়ছে।😾বজ্জাত বেটা😡
আমিঃআরে রাগ করছো কেনো?😑এর আগের সুন্দর লাগতো কিন্তু বলতাম না।😐
সারিকাঃহইছে ওতো ঢং করতে হবে না😏।আমি আজকে রাতে আনিকার রুমে থাকব।🥱
আমিঃকি তুমি আনিকার রুমে থাকবে☹️আমি ভাবলাম আজকে বাসরটা সেরে ফেলব😋
সারিকাঃহুহ আসছে🙈দুষ্টু একটা🤭।আজকে রাতে আনিকাকে মেহেদি পড়াবো তাই ওর রুমে থাকতে হবে🥱।
আমিঃআচ্ছা যাও😔
সারিকা আমার গালে একটা চুমু দিয়ে দৌড় দিছে😍।গালে হাত দিছে হাসছি।😁পাগলি একটা😌
তারপর ঘুমিয়ে পড়লাম।রাত ২ টায় সারিকার ডাকে ঘুম ভাঙ্গল।
সারিকাঃওহ্ যাক উঠলে এতো টাইম লাগে ঘুম থেকে উঠতে😾
আমিঃকয়টা বাজে এমন অন্ধকার কেনো😴
সারিকাঃরাত ২ টা
আমিঃএতো রাতে ডাকছো কেনো?🥱
সারিকাঃআমি এক হাতে মেহেদি পড়েছি।আরেক হাতে তুমি পড়িয়ে দিবে😋
আমিঃকিহ্ আমি মেহেদি পড়াবো😳
সারিকাঃহ্যাঁ পড়াবে🙄না পড়ালে তোমার সাথে কথা নাই😾
আমিঃআমি তো পারি না😑
সারিকাঃযা পারো তাতেই হবে🥰
আমি মেহেদি লাগিয়ে দিচ্ছি।কি আকছি আল্লাহ জানে😑আরেকজন যা নড়াচড়া করছে এমনি পারি না সারিকা আরো ঘেটে দিচ্ছে😒
আমিঃএই তুমি একটু শান্ত হয়ে বসতে পারো না।এমনি দিতে পারছি না তুমি নড়াচড়া করে আরো নষ্ট করে দিচ্ছো😤
সারিকাঃআমি তো নড়াচড়া করবই।এভাবেই দিতে হবে তোমার😌
তারপরে অনেক কষ্টে দিয়ে দিলাম।যা দিছি😬
সারিকাঃবাহ্ অনেক সুন্দর হয়েছে।😍(একটা মিষ্টি হাসি দিয়ে বলল)
তারপরে দুজনে ঘুমিয়ে পড়লাম সারিকা আমার বুকে।🥰আমি ও কে সরিয়ে ধরে আছি।😇
সকালে ঘুম থেকে উঠে দেখি সারিকা নেই আর আমার হাতে মেহেদি লাগানো😳।এইটা সারিকাই কাজ।ফ্রেশ হতে গেলাম।ফ্রেশ হয়ে এসে দেখি সারিকা বিছানায় বসে আছে।
সারিকাঃদেখি মেহেদিতে কেমন রঙ হয়েছে।😁
আমিঃঅনেক সুন্দর হইছে জানু😘
সারিকাঃহইছে এতো ঢং করা লাগবে না।তাড়াতাড়ি রেডি হও আজকে বিয়ে আর উনি কি করছে।😒
বলে নিচে চলে গেল।আমিও রেডি হয়ে নিচে গেলাম।সারিকা আর আমি একই কালারের ড্রেস পড়েছি।আনিকার বিয়ে হয়ে গেল।🙂(আনিকা আমাদের বাড়িতেই থাকবে তাই বাসরটা আমাদের বাড়িতেই হবে।)
রুমে বসে বসে গিটার বাজাচ্ছি আর গান গাচ্ছি।
Tu itni khubsurat hai…….💚
সারিকা দরজার আড়ালে দাঁড়িয়ে গানটা শুনছিল।আমি তা ঠিকই দেখেছি।আমি গান থামিয়ে বসে আছি।একটু পরে সারিকা রুমে আসল।
সারিকাঃবাহ্ আমার সোয়ামী তো খুব সুন্দর গান পারে।আরেকটা গান গাও না প্লিজ😌
আমিঃআরেকটা গান শুনবা?
সারিকাঃহুম🥰
আমি তারপরে গান ধরলাম,
বুক চিন চিন করছে হায়😋
মন তোমায় কাছে চায়😇
সারিকাঃষিহ্ কি সব গান😤শয়তান লোক একটা😾
আমি একটান দিয়ে সারিকাকে আমার কাছে নিয়ে আসলাম।আমি সোফায় বসেছিলাম।সারিকাকে আমার কোলে বসালাম।
ওর মুখের কাছ নিয়ে বললাম,
আমিঃআচ্ছা শয়তান যখন বললে।তাহলে একটু শয়তানি দেখাই😉
সারিকাঃছাড়ো আমাকে🤭
আমিঃআহা তোমার না বেবি লাগবে🤔আজকে বেবি আনার মিশনটা কমপ্লিট করে ফেলি😘
সারিকা লজ্জায় আমার বুকে মাথা লুকায়😌
তারপরে আমি সারিকাকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দি।চার ঠোঁট এক করে দি🥰।কিছুক্ষণ পরে ছেড়ে দি।তারপরে দুজনে হারিয়ে যাই ভালোবাসার এক অজানা জগতে😍।(এইসব বলা যাইবে না।আমার আমার খুব লজ্জা করে😋)
সকালে চোখের উপরে পানির ফোঁটা পড়ায় ঘুম ভেঙে যায়।তাকিয়ে দেখি সারিকা গোসল করে চুল আছড়াচ্ছে।আমি পিছন থেকে ও কে জড়িয়ে ধরি।😻
সারিকাঃএই যে এখন কি🙄সারারাত ঘুমাতে দেও নাই এখন ছাড়ো তো🙈
আমিঃছাড়তে তো ইচ্ছা করছে না🥱
আমাকে ওর থেকে জোর করে ছাড়িয়ে ফ্রেশ হতে পাঠাল।ফ্রেশ হয়ে এসে দেখি সারিকা রুমে নাই🤔আমি নিচে গেলাম।নিচে বসে বসে রেহানের সাথে কথা বলছি।আম্মুর কাছে শুনলাম সারিকা আনিকার রুমে গেছে।
“চলবে……….😘