
আপনার সৃষ্টিকর্তা, আপনার পিতামাতা, প্রতিবেশী, আত্মীয়স্বজন ও জীবনে চলার পথে যারা আপনার সাথী ছিল তারা সন্তুষ্ট হলেই আপনি সফল। ঢাকার বুকে একটি বাড়ী কিনে যদি আপনি ভাবেন আপনি সেই বাড়ীর মালিক আর আপনি সফল, তবে তা হবে ভুল ধারনা। আসল কথা হচ্ছে আপনার সেই ক্রয়কৃত বাড়ীতেও আপনি ভাড়াটিয়া। যতদিন বেচে আছেন ঠিক ততদিন সেই বাড়ীতে থাকতে পারবেন। আপনার যদি অহংকার হয় যে আপনার বাড়ী দামী জায়গায় নির্মিত আর অন্যের বাড়ী দামী জায়গায় নয়, তবে সেই চিন্তা থেকে আপনাকে দূরে সরে আসতেই হবে। কারণ প্রকৃত সত্য হচ্ছে, আপনার আমার সকলের শেষ বাড়ী ও শেষ ঠিকানা কিন্তু সেই মাটির নিচেই । আমরা সকলেই প্রতিবেশী।