

পুকোভস্কিকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান ট্রেভর হনস বলেছেন, “সব নিয়মকানুন মেনে মাঠে ফেরার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে উইল পুকোভস্কি। সিডনিতে খেলার জন্য প্রস্তুত আছে সে। তবে তৃতীয় ম্যাচটির আগে আরও পর্যবেক্ষণ করা হবে তার অবস্থা। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত।”



শেষ দুই টেস্টে অস্ট্রেলিয়া স্কোয়াড:
টিম পেইন (অধিনায়ক), শন অ্যাবট, প্যাট কামিনস, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, ময়সেস হেনরিকস, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মাইকেল নেসার, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, ম্যাথু ওয়েড এবং ডেভিড ওয়ার্নার।