
বিশাল বহর নিয়ে রবিবার ঢাকায় পা রাখছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কিন্তু স্কোয়াডের অনেকের মুখই অপরিচিত। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের নেই শীর্ষ ১২ ক্রিকেটার। ব্যক্তিগত কারণ দেখিয়ে আসছেন না নিয়মিত টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার ও ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ড। সাম্প্রতিক পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী দলের থেকে ঢের এগিয়ে বাংলাদেশ। কিন্তু সাবেক ক্যারিবিয়ান পেসার ফ্র্যাঙ্কলিন রোজের চোখে টাইগাররা সেই দুর্বল দলই রয়ে গেছে।
শীর্ষ ক্রিকেটারদের না যাওয়া প্রসঙ্গে রোজ বলেন, ‘ওই খেলোয়াড়দের একজন হলে, আমি বাংলাদেশে যেতাম। বর্তমানে তারা বিশ্বের সবচেয়ে দুর্বল দল এবং তাদের বিপক্ষে নিজের ব্যাটিং-বোলিং গড় বাড়িয়ে নেয়ার চেষ্টা করতাম।’
বেশ কদিন ধরেই সাবেক ক্রিকেটারদের তোপের মুখে পড়েছেন পোলার্ডরা। এবার তাদেরকে রাবিশই বললেন ১৯ টেস্ট ও ২৭ ওয়ানডে খেলা রোজ। তিনি বলেন, ‘রাবিশ’। এই খেলোয়াড়রাই মহামারী পরিস্থিতিতে ইংল্যান্ড, নিউজিল্যান্ড সফর করেছে। আর এখন হঠাৎ করে বাংলাদেশে যেতে ভীত। এটা রাবিশ। তারা ভাইরাস সমস্যার কথা বলে, আর ওদিকে অস্ট্রেলিয়ায় খেলছে কিছু খেলোয়াড়। সেখানে কি কেও আক্রান্ত হবে না?’
ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ২০ ও ২২ জানুয়ারি, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। শেষ ম্যাচ ২৫ জানুয়ারি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু ৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় টেস্ট শুরু ১১ ফেব্রুয়ারি, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।