Uncategorized
Trending
বাংলাদেশ সিরিজের জন্য উইন্ডিজের তৃতীয় সারির দল ঘোষণা; চিনবেন না স্কোয়াডের কাউকেই!





এই সিরিজে ক’রোনাভীতি এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রায় সব বড় তারকা। করোনার কারণে সরে যাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, রস্টন চেজ, শেলডন কট্রেল, এভিন লুইস, শাই হোপ, সিমরন হেটমায়ার এবং নিকোলাস পুরান। ব্যক্তিগত কারণ দেখিয়ে সফরে আসতে রাজি হননি ফ্যাবিয়েন অ্যালেন আর শেন ডোরিচ।