Uncategorized
Trending
নায়ক হইলাম গায়ক হইলাম এখন ক্রিকেটার হতে চাই -হিরো আলম
গান গেয়ে বেশ কিছুদিন ধরে নতুন করে আলোচনায় হিরো আলম। এবার তিনি সিনেমার নায়ক কিংবা গায়ক নয় নিজেকে ক্রিকেটার হিসেবে দেখতে চান। গতকাল তার সাথে বালের কন্ঠের সাংবাদিক মাইকেল রানাসুধন দত্ত এক সৌজন্যে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন ; আমি গান গেয়ে মানুষের যেই ভালবাসা পেয়েছি তা অভিনয় করেও পাইনি শ্রুতাদের মনে গান গেয়ে অনেকটা যায়গা দখল করতে পারতেছি এ কয়েক দিনে। এবং আমার ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে আমি একজন ক্রিকেটার হতে চাই। আমি বিশ্বাস করি আমি খেলায় আসলে দেশের ক্রিকেট আগের চেয়ে দিগুণ শক্তিশালি হয়ে উঠবে। নায়ক গায়ক মডেলিং তো অনেক করলাম এবার দেশের ক্রিকেটে আসা ধরকার দেশের উন্নয়নে আমি ভূমিকা রাখতে চাই
