Uncategorized
কুষ্টিয়া তে ওস্তাদভাই মার্শাল আর্টস এন্ড ট্রেডিশনাল লাঠি খেলার তিন যুগপূর্তি অনুষ্ঠান হয়।।


কুষ্টিয়া স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম অডিটোরিয়ামে শুক্রবার দুপুর তিন টা থেকে একটানা সন্ধা ছয় টা পর্যন্ত ওস্তাদ-ভাই মার্শাল-আর্টস এন্ড লাঠি খেলার তিন-যুগপূর্তী সেলিব্রেট অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠান চার থেকে পাঁচ পর্বে অনুষ্ঠিত হয়। উক্ত পর্বগুলোতে অতিথি দের সামনে মার্শাল আর্টস এর ছাত্র-ছাত্রী রা প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্নরকম লাঠি ঘোরানোর কৌশল ও নিজেকে আত্মরক্ষার জন্য বিভিন্ন কৌশল দেখিয়ে অতিথি দের মুগ্ধকরে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করে ক্রেস্ট ও ম্যাডেল জিতে নেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামিলীগ এর জেনারেল সেক্রেটারি মোঃ আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ডিপার্টমেন্ট অফ ওমেন্স এর ডেপুটি ডিরেক্টর নুরে সফুরা ফেরদৌস।কুষ্টিয়া কালেক্টর স্কুল এন্ড কলেজ এর সহকারী মহিলা প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার ডিউ। এডভোকেট এ.এস.এম. আখতারুজ্জামান মাসুম। এক্সিকিউটিভ ডিরেক্টর (কে.পি.ইউ.এস)মোঃ এনামুল হক। মরহুম নজরুল ইসলাম চৌধুরীর বড় ছেলে রঞ্জু চৌধুরী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট অনুপ কুমার নন্দী।
এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোঃ আলাল।