আমিও ভালোবাসি পাগলি.!

—আমিও ভালোবাসি পাগলি.!🥰🥀
-রাস্তা দিয়ে হাটছিলাম,হঠাৎ পিছনে একটা মেয়ে কন্ঠে ডাক শুনে ফিরে চাইলেম,জ্বী আমাকে বলছেন
মেয়ে না অইজে ঝালমুড়ি অলাকে ডাকছি,😾
আচ্ছা তাহলে আমি জাই🙄
মেয়ে-অই দ্বারান আপনাকেই ডাকছি😾
অহ,হ্যাঁ বলুন কি বলবেন.?
মেয়ে-আমি লামিয়া
ছেলে-তো আমি কি করব.?
লামিয়া-না মানে আপনার নাম টা.?
আমি মেহেদী,
লামিয়া-অহ,আচ্ছা ভাইয়া আপনি কিহ,Allrounder Mehedi নামের কোন আইডি চালায় তাকে চিনেন.?চিনলে প্লিজ বলেন,উনাকে আমার খুব প্রয়োজন
মেহেদী-আরে এ তো আমার আইডি এটা দিয়ে উনি কি করবেন,মনে মনে বললাম আর কি
লামিয়া-প্লিজ ভাইয়া বলেন চুপ করে আছেন কেন
মেহেদী-আচ্ছা তাকে তোমার কি প্রয়োজন.?
লামিয়া-আসলে ভাইয়া আমার তার গল্প গুলা খুব ভালো লাগে,কিছুদিন হলো তার আইডিটা পাচ্ছি না,মনে হয় ব্লোক দিছে,আসলে তাকে আমি খুব ভালোবেসে ফেলেছি,একবার হাতের কাছে পাই এমন দিবো না, আমায় কাঁদানো জন্মের মত ভুলে যাবে😾
মেহেদী-আচ্ছা মেয়েটা কি সত্যি আমায় ভালোবাসে,না মিথ্যা,এটা ভাবছিলাম তখনি মেয়েটা আবার বলে উঠলো,ভাইয়া চিনলে প্লিজ বলেন নাহ,অকে সত্যি আমি খুব ভালোবাসি🥺
মেহেদী-হ্যাঁ চিনি তো,অই সামনের কলেজ টাতেই পড়ে,আমার খুব ভালো বন্ধু,-(মিথ্যা বলে দিলাম😁)
লামিয়া-অহ ভাইয়া আমাকে দেখা করিয়ে দিবেন প্লিজ🥺🙏
মেহেদী-আচ্ছা দিবো,কালকে সকালে কলেজ এর পিছন এ আসবেন
লামিয়া-আচ্ছা,ভাইয়া শুনোন
-মেহেদী-আবার কি
লামিয়া,বলছি ভাইয়া মেহেদী কি কারো সাথে রিলেশন করে
মেহেদী-না করে না,অ খুব ভালো ছেলে(😁😁)
লামিয়া -আচ্ছা ধন্যবাদ ভাইয়া,আচ্ছা ভাইয়া আপনার ফোন নাম্বার টা দিন,ফোন দিয়ে অর।খবর নিতে পারবো তাহলে🙂
মেহেদী-না করতে চেয়েও কি মনে করে জেনো নাম্বাট টা দিয়ে দিলাম,নাম্বার টা নিয়ে ধন্যবাদ দিয়ে চলে গেলো,আমিও হাটতে হাটতে বাসায় চলে আসলাম,রাতে শুয়ে শুয়ে মেয়েটার কথা ভাবতে লাগলাম-মেয়েটা দেখতে দারুন ছিলো,☺️এমন একটা মেয়ে আমাকে ভলোবাসে-ব্যাপার টা ভাবতেই ভালো লাগছে আচ্ছা দেখি কয়েটা দিন মেয়েটা কি সত্যি ভালো বাসে কিনা🙂যদি সত্যি ভালোবেসে থাকে তাহলে অকে ফিরাবো না🥰
—–পরের দিন–
মেয়েটা দেখি ৯ টার আগেই এসে বসে আছে,একটু অবাক হলেও তেমন কিছু না বলে অর কাছে গিয়ে বললাম আজ মেহেদী আসতে পারবে না,তুমি কালকে এসে
মেয়ে টা মুখটা মলিন করে বললো আচ্ছা আমি না হয় কাল আসবো🙂
এভাবেই মেয়েটাকে বেশ কয়েকটা দিন ঘুরালাম,একদিন রাতে শুয়ে আছি
হঠাৎ মেয়েটার কল-ফোন রিসিব করতেই মেয়েটা বললো ভাইয়া আপনি তো অর সাথে দেখা করাচ্ছেন ই না,ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে প্লিজ ভাইয়া অর সাথে দেখা করিয়ে দিন (কাদো কাঁদো কন্ঠে বললো কথা গুলা)
আমি বললাম আচ্ছা সকাল ১০ টায় পার্কে চলে এসো কেমন,আমি অকে নিয়ে আসবো
মেয়েটা ধন্যবাদ দিয়ে ফোনটা রেখে দিলো-নাহ কালকেই শেষ কাঁদাবো অকে তারপর সত্যি টা বলে দিবো মনে মনে ভাবলাম মুখে এক বিন্দু হাসি নিয়ে ঘুমিয়ে পড়লাম,পরেরদিন ১১ টার দিকে পার্কে গেলাম গিয়ে দেখি মেয়েটা বসে আছে, আমাকে দেখে মেয়েটা জিজ্ঞাস করলো ভাইয়া মেহেদী কই,অ আসে নি আমি বললাম অর আসতে একটু দেরি হবে,অ আচ্ছা বলে বসে রইলো হঠাৎ পিছন থিকে আমার এক বান্ধুবী বলে উঠলো কিরে মেহেদী কেমন আছোস.?
মেহেদী নামটা শুনে অ বেশ অবাক হয়ে তাকিয়ে রইলো আমার দিকে আমি বান্ধুবী টাকে চোখ দিয়ে চুপ করতে বললাম অ বলে উঠলো তোর Allrounder Mehedi আইডিটার কি হয়ছেরে,এখন আর দেখি না কেনোরে,এটা শুনে লামিয়া রাগি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলো,আমি বললাম ডিজেবল হয়ে গেছেরে
বান্ধুবী-তা নতুন কোন আইডি খুলছা নাকি আমি হুম বলে আডিটা দিয়ে দিলাম,তারপর অ বললো পাশের মেয়েটা কে রে
উত্তরে আমি মুচকি হাসলাম কিছু বলার আগেই অ বলতে শুরু করলো তদের দুজন কে বেশ মানিয়েছে, এই বলে বায় বলে চলে গেলো
অ যাওয়ার পর লামিয়া আমার কলার ধরে বললো কত্তা বিলায় হারামি,তুই এতদিন আমারে কাদালি কেন😾জানিস কত কষ্ট হয়ছে আমার🥺
আমি বললাম,আমি তো আজকেও কাদাতে চাইছিলাম-সালা বান্ধুবীর জন্য পারলাম না😁।অ আমাকে কিল ঘুষি দিয়ে বুকে এসে ঝাপিয়ে পড়লে আমিও অকে আলতো করে বুকে জরিয়ে নিলাম😽🥰
না হয় একটু দেরিতে আসতে তবোও সঠিক মানুষ টাই তো জীবন এ আসছে-হ্যাঁ এমনটাই করবেন,তবে সবাই আমার মত করতে জাবেন না হিতে বিপরীত হতে পারে😁😄
-ধন্যবাদ সবাইকে কষ্ট করে গল্পটা পড়ার জন্য🥰কেমন লাগলো কমেন্ট এ জানবেন🥰
যারা গল্প পরেন বা গল্প পোরতে ভালবাসেন এমন কেউ যদি থেকে থাকেন তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। আমি তাদের কে আমার ফ্রেন্ড লিস্টে রাখতে চাই।