
- অতিরিক্ত কোন কিছুই ভালো না সেটা আবার ও প্রমান মিলল 😡😡
জন্মদিনের অনুষ্ঠানকে স্মৃতিময় করতে গিয়ে ইতিহাস হয়ে গেলো আমাদের স্নেহের ছোট ভাই রিয়াজের জীবন। বন্ধুদের ডিম মারার কারনে ডিমের খোসার আঘাতে তার চোখ সর্বোচ্চ ঝুঁকিতে এখন। চোখের অসহ্য যন্ত্রনায় দিশেহারা এখন সে। ডিম মেরে কারো জন্মদিন উদযাপন করার মতো ঘৃণিত এবং নিন্দনীয় কাজ আর কিছু হতে পারেনা। যারা এই কাজ করছে তারা হাজার চেষ্টা করলেও রিয়াজের চোখ ভালো করতে পারবেনা যদি আল্লাহ ভালো না করে। সর্বোচ্চ চিকিৎসার জন্য রিয়াজকে গতকাল রাত ১২ টায় মাইজদী নেওয়া হয়েছে। আমরা সকলে তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি।
বিঃদ্রঃ অন্তত আজকের এই অনাকাঙ্ক্ষিত কাজ থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। কোন আনন্দ যদি কারো জীবনে হুমকি হয়ে দাঁড়ায় তাহলে সেই আনন্দ কে আমি মন থেকে ঘৃণা করি। রিয়াজের মতো এমন একটি মুহুর্ত যেনো কারো জীবনে না আসে। আল্লাহ সকলকে উত্তম জ্ঞান দান করুক এবং ভবিষ্যতে এই কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক।
পোস্ট সংগ্রহীত ।